Thursday, September 16, 2021

 জ্বর কি ? জ্বর হলে আমাদের করণীয় কি ?


ডিপ্লোমা ইন মেডিক্যাল ফ্যাকাল্টি, ঢাকা।
বি,এস, সি ইন ফিজিওথেরাপি (ইন কোর্স ১ম বর্ষ), ইন্ডিয়া।


জ্বর সাধারণত এক ধরনের ভাইরাল ইনফেকশন। আমাদের শরীরের অন্য যে কোন রোগের উপসর্গ হিসেবে ঝড়ের আবির্ভাব হয়। অর্থাৎ অন্য রোগের সিম্পটমস হিসেবে জ্বর আমাদের শরীরে আসে। যেকোনো ধরনের ইনফেকশন এই জ্বর আসতে পারে।   জ্বর অন্য বড় অসুস্থতার বার্তা নিয়ে আসে। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হলে জ্বর আসতে পারে । এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগে ও জ্বর আসতে পারে।  আমাদের দেশে যে সকল জ্বর দেখতে পাওয়া যায়  সেই জ্বর গুলো সাধারণত ভাইরাল ফিভার অথবা সিজনাল জ্বর। আমাদের দেশের ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের শরীরের ভারসাম্য রক্ষা  করতে গিয়ে আমাদের জ্বর এসে থাকে। এই  জ্বর নিয়ে চিন্তার কিছু নেই।  নতুন ঋতুর নতুন আবহাওয়ার তারতম্যের সাথে সাথেই আমাদের এই  জ্বর চলে যাবে।

  জ্বর কমাতে আমরা শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করব।  এছাড়া বাড়তি কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করব না। মনে রাখতে হবে ভাইরাসজনিত জ্বর গুলো 6- 7 দিনের মধ্যেই ছেড়ে যায়। যদি আপনি ওষুধ সেবন করেন তারপরেও এই ভাইরাসজনিত জ্বর গুলো ছেড়ে যেতে প্রায় চার থেকে পাঁচ দিন সময় নেয়। তাই জ্বর আসার সাথে সাথেই এন্টিবায়োটিক জাতীয় ঔষধ সেবন থেকে বিরত থাকুন। যদি জ্বর সাত দিনের বেশি স্থায়ী হয় তবে আপনি নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন এবং সেই পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। মনে রাখবেন সাধারণ জ্বর পাঁচ থেকে সাত দিনের ভিতরেই ছেড যায় । তখন ঐ খারাপ রূপ ধারণ করে  যখন জ্বর সাত দিনের বেশি স্থায়ী হয়। সুতরাং সাত দিনের বেশি স্থায়ী হলে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী ওষুধ সেবন করবেন। 



1 Comments:

At November 4, 2021 at 10:40 PM , Blogger Mother said...

thank you

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home